যেভাবে বুঝবেন আপনার সঙ্গী পর্ন আসক্ত
বিসমিল্লাহির রহমানীর রহীম ।
বাচ্চা-কাচ্চা, কিশোর-তরুণদের পর্ন আসক্তির ওপর ফোকাস করতে গিয়ে বিবাহিতদের মারাত্মক পর্ন আসক্তি ফোকাসের বাইরেই থেকে যায়। বিবাহিতদের পর্ন আসক্তি কী ভয়ংকর এ বইয়ের প্রথম দিকে “১০৮ টি নীলপদ্ম” শিরোনামের লেখায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
একবার পর্ন আসক্ত হয়ে গেলে সঙ্গীর মাঝে আর প্রশান্তি খুঁজে পাওয়া না, তাকে শুধু ভোগ্য দ্রব্য মনে হয়। অনেক স্বামী/স্ত্রী তাদের সঙ্গীদেরকে বাধ্য করেন বিছানায় পর্নস্টারদের অনুকরন করতে। ভালোবাসা হারিয়ে যায়, মধ্যরাতে স্বামীর স্পর্শ স্ত্রীর শরীরে আর শিহরণ জাগায় না, মনে হয় একটা পশু তাকে ছিড়ে ছিবড়ে ফেলছে। ঝড় থেমে গেলে স্বামী পাশ ফিরে ঘুমিয়ে যান, স্ত্রী বেচারী জেগে থাকেন একজোড়া সিক্ত চোখ আর বুকভরা ঘৃণা নিয়ে। একসময় ভেঙ্গে যায় সংসার।
অথচ একটু সচেতন হলেই বিবাহিতদের পর্নআসক্তি এবং এর ক্ষতিকর প্রভাব অনেকাংশেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কীভাবে এ আসক্তির মোকাবেলা করা যায়, তা নিয়ে আলোচনা করা হবে এ লেখায়।
আপনার স্বামী বা স্ত্রী যদি নিজে থেকেই আপনার কাছে এসে তার আসক্তির কথা স্বীকার করে নেয় তাহলে আসক্তি কাটিয়ে ওঠার অর্ধেক কাজটাই শেষ হয়ে যায়। বাকী থাকে শুধু দুজনের সম্মিলিত প্রচেষ্টায় অবশিষ্ট কাজ টুকু করে ফেলার। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই পর্ন আসক্ত স্বামী/স্ত্রী আসক্তির কথা স্বযত্নে গোপণ রেখে দেন, সরাসরি জিজ্ঞাসা করলে অস্বীকার করে বসেন। ফলশ্রুতিতে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যায়।
তো, প্রথমেই আমরা আলোচনা করবো কীভাবে বুঝবেন আপনার স্বামী পর্নআসক্ত।
যেভাবে বুঝবেন আপনার সঙ্গী পর্নআসক্ত:
১) আপনার স্বামী ধীরে ধীরে অসামাজিক হয়ে পড়বেন। পারিবারিক এবং সামাজিক বিভিন্ন গেট টুগেদার, তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে চলবেন। আপনাকেও তিনি আর আগের মতো সময় দেবেননা। আপনাকে নিয়ে ঘুরতে বের হবেননা। আপনার মান-অভিমান, সুখ-দুঃখের প্রতি তার তেমন কোন নজর থাকবেনা।
২) আপনার স্বামীর ইন্টারনেট আসক্তি অতিরিক্ত পর্যায়ের চলে যাবে। দিনরাত অনলাইনে পড়ে থাকবেন। কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে তিনি ল্যাপটপ বা মোবাইল নিয়ে বসবেন। আপনার সাথে বা পরিবারের অন্য কোন সদস্যের সাথে স্থির হয়ে দুদণ্ড বসে কথা বলার সময়টুকুও তার হবে না।
৩) তার ঘুমের প্যাটার্ন বদলে যাবে। রাতভর অনলাইনে থাকার কারণে সকালে বেশ দেরী করে ঘুম থেকে উঠবেন। কখনো কখনো এমনো হবে যে সারা রাত তিনি বিছানায় পিঠ ঠেকাবেন না, “অফিসের কাজ নিয়ে ব্যস্ত” এ সব বলে রাত ভর অনলাইনে পড়ে থাকবেন।
৪) ব্রাউযারের সার্চ হিস্টোরি ডিলিট করে দিবেন।
৫) রাস্তাঘাটে চলাচলের সময় আপনি সাথে থাকলেও, আপনার উপস্থিতি সম্পূর্ণ উপেক্ষা করে তিনি অন্য মেয়েদের শরীর চোখ দিয়ে গিলে খেতে চাইবেন।
৬) আইটেম সং, মিউযিক ভিডিওর প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণ জন্মাবে। আপনার সামনেই চরম অশ্লীল আইটেম সং দেখতেও দ্বিধাবোধ করবেননা।
৭) আপনার স্বামী সম্পূর্ণ এক নতুন দৃষ্টিতে আপনাকে দেখতে শুরু করবেন। আপনার পোশাক আশাক কেমন হওয়া উচিত,আপনার ফিগার কেমন হলে ভালো হয় সে সম্পর্কে তিনি ঘন্টার পর ঘন্টা লেকচার ঝাড়তে থাকবেন। আপনি অবাক হয়ে আবিষ্কার করবেন, যে মানুষটার কাছে আপনি ছিলেন দুর্দান্ত রূপসী, অমরাবতীর রাজকন্যা, যে মানুষটা আপনার সবকিছুই পছন্দ করতো, আপনাকে নিশিদিন পাগলের মতো ভালোবাসতো, সে মানুষটি আজ আপনার চেহারার খুত ধরছেন, উঠতে বসতে আপনার কাজের ভুল ধরছেন, আপনার সাথে রূঢ় আচরণ করছেন!
৮)আপনার স্বামী অন্তরঙ্গতার সময় জানোয়ারের মতো হয়ে যাবেন। এনাল সেক্সের মতো হারাম বা ওরাল সেক্সের মতো জঘন্য কাজে আপনাকে বাধ্য করবেন বা করতে চাইবেন। আপনি রাজি না হলে আপনাকে বকাঝকা করবেন বা মারধর করবেন। অনেক সময় একাজগুলো করতে আপনাকে বাধ্য করবেন অথবা আপনার অনিচ্ছা সত্ত্বেও জোর করে করবেন। অন্তরঙ্গতার সময় আপনার তৃপ্তি অতৃপ্তির দিকে কোন খেয়াল রাখবেননা, নিজের তৃপ্তিই তার কাছে শেষ কথা হয়ে দাঁড়াবে।
৯) বিছানার অন্তরঙ্গ মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে রাখতে চাইবেন।
১০) পর্ন আসক্তির এক পর্যায়ে আপনার স্বামী আপনার সাথে অন্তরঙ্গতায় আগ্রহ হারিয়ে ফেলবেন। আপনার সঙ্গে একই বিছানা ভাগাভাগি করার চেয়ে তিনি অন্য বিছানায় বা অন্যঘরে ঘুমুতে আগ্রহী হবেন। অন্তরঙ্গতার বিশেষ পর্যায়ে তার উত্তেজিত হতে সমস্যা হবে।
১১) আপনার স্বামী তার প্রাইভেসি নিয়ে বাড়াবাড়ি করবে। তার সঙ্গে কথা বললেই আপনি বুঝতে পারবেন আপনার স্বামী কী যেন লুকোচ্ছে আপনার কাছ থেকে। নিছক কৌতূহলবশত, “রাত জেগে অনলাইনে কী করো”, “কী লুকোচ্ছো আমার কাছ থেকে”, এ ধরণের প্রশ্নও আপনার স্বামীকে মারাত্মক ক্ষেপিয়ে দেবে। তিনি আপনাকে কটু কথা বলবেন, ঝগড়া ঝাটি করবেন।
অগণিত পর্নআসক্তদের ওপর গবেষণা করে বিশেষজ্ঞরা এ লক্ষণগুলো চিহ্নিত করেছেন। এর কিছু কিছু লক্ষণ অবশ্য পরকীয়া করেন এমন ব্যক্তিদের মধ্যেও থাকতে পারে। তবে ৫,৬,৮,৯,১০ নম্বর লক্ষণ গুলো থাকলে নিশ্চিত ভাবেই বলতে পারবেন যে আপনার স্বামী পর্নআসক্ত।
রেফারেন্সঃ
[1] Does My Spouse Have a Pornography Problem?- https://goo.gl/KikzUJ
[2] 8 Signs Your Partner Is Addicted To Porn-https://goo.gl/UqmhPf
[3] 10 Signs of Porn Addiction: Do these describe your husband?- https://goo.gl/uLEjBi
No comments:
Post a Comment